আমাদের অর্থনীতিতে কৃষির অবদান অনস্বীকার্য। কৃষকদের প্রায় প্রতিদিনই বীজ, ফসল ও জমি সংক্রান্ত কোনো না কোনো সমস্যায় পড়তে হয়। সর্বসাধারণকে তথ্য ও আনুষঙ্গিক সেবা প্রদানের উদ্দেশ্যে পরিচালিত ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে কৃষকদেরকে যথাসময়ে সঠিক তথ্য সরবরাহ করার উদ্দেশ্যেই জাতীয় ই-তথ্যকোষের কৃষি পাতাটি। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ তাদের তৈরি ও প্রকাশিত গবেষণাধর্মী কৃষিবিষয়ক তথ্যাদি স্বতঃস্ফূর্তভাবে পরিবেশন করে তথ্যকোষের কৃষি বিভাগকে সমৃদ্ধিতে সহায়তা করেছেন। এই বিভাগে কৃষিবিষয়ক তথ্যাদি টেক্সট, অডিও, ভিডিও, এনিমেশন এবং ছবি আকারে পাওয়া যাবে। http://infokosh.gov.bd/category/1-agriculture?tid=1
সার শুপারিশ নির্দেশিকা জানতে ক্লিক করুন http://www.frs-bd.com/
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস